ভোলাহাটের সাংবাদিক সাদিকুল ইসলাম মার্শালের দাফন সম্পন্ন 

গোমস্তাপুর উপজেলা ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের সাদিকুল ইসলাম মার্শালের দাফন সম্পন্ন হয়েছে। ২ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর কবরস্থানে। এসময় ভোলাহাট উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকার গাজীপুর কাশিমপুরের ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীর দৈনিক লাল গোলাপ, দৈনিক উপচার, সাপ্তাহিক অপরাধ দমনসহ বেশ কিছু পত্রিকায় ভোলাহাট প্রতিনিধি ও ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভোলাহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি  ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল সাংবাদিক কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। জীবন জীবিকার তাগিদে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ভোলাহাট সংবাদ ও অনলাইন ভোলাহাট সংবাদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সম্পাদক গোলাম কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *