স্টাফ রিপোর্টার: আধিপত্যবাদ বিরোধী ইনসাফ ও আজাদির সংগ্রামে আত্মত্যাগকারী বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফুঁসে উঠেছে সাড়া দেশ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলাহাট উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ‘এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ন্যায়বিচার, প্রতিবাদ ও স্বাধীনচেতা মানুষের কণ্ঠ রোধের অপচেষ্টা। শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জানিয়ে তার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরো বলেন, একটি সভ্য রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের পরও যদি বিচার প্রক্রিয়ায় গড়িমসি চলে, তবে জনগণ চুপ করে বসে থাকতে পারে না। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত না হলে এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
