স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সংগঠনের পাশে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানীবাজার মরিওম-হালেমা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মার্কেটের দেয়ালে এই মানবিক কাজের উদ্বোধন করা হয়। এসময় পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ মানবতার দেয়ালটির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি জানান, এই দেয়ালে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও শীতার্তদের জন্য এই মানবতার দেয়াল স্থাপন করা হলো। যেকোনো মানুষ নিজের অব্যবহৃত ও অপ্রয়োজনীয় শীতের পোশাক এই দেয়ালে রাখতে পারবেন এবং যার যার প্রয়োজনে এই দেয়ালে রাখা পোশাক নিতে পারবেন বলে জানান তিনি। প্রতিবছর এই মানবতার কাজটি অব্যাহত রাখা হবে বলে জানান অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চান যেন প্রতি বছর এই মানবিক কাজগুলো করতে পারে।
