গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, উপজেলা প্রানী সম্পদ অফিসার কাওসার আলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ, রহনপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আঃ জব্বার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামিউল আলম স্যামল প্রমুখ।