স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এর নির্বাচনী কর্মীসভা রহনপুর ১ নং ওয়ার্ডে রহনপুর হোমিও কলেজে অনুষ্ঠিত হয়। সোমবার রাত নয়টায় এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলার আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক খান ,আলাউদ্দিন পারভেজ, মোহাম্মদ আলী, মহিউদ্দিন বুলু, ডাঃ রফিক, দোষ মোহাম্মদ, আবু তাহের, নুরুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা করতে হবে এবং আলহাজ্ব আমিনুল ইসলামকে জয়ের মালা গলায় পরাব আমরা ইনশাআল্লাহ বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।
