গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ভোলাহাটের ২জনের মৃত্যু 

গোমস্তাপুর উপজেলা জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর তেঁতুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ভোলাহাটের দু’জনের মৃত্যু।

 মঙ্গলবার (৯ ডিসেম্বর)দুপুরে উপজেলার রহনপুর পৌরশহরের তেঁতুল মোড় নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শীরা বলেন, ২জন  মোটরসাইকেল  আরোহী মোটরসাইকেল চালানোর সময় ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের চালক আসিক(২৮) নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকে জোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যায়। আসিক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ছোট জামবাড়িয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শাজাহান মিয়ার ছেলে ।অপর দিকে মোটরসাইকেল এর পিছনে বসে থাকা একই উপজেলার ও ইউনিয়নের বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ রুশোকে(৩০) গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

জানা যায়, মৃতের আত্মী-স্বজনদের কোন প্রকার দাবী দাওয়া না থাকায় গোমস্তাপুর থানা পুলিশ লাশ দুটি হস্তান্তর করেন।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, বিষয়টি জানার পরে মেডিকেলে গিয়ে দেখেছি দুইজনই মারা গেছেন । প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *