স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে প্রতিদিন দোয়া মাহফিল ও আলোচনা সভা করছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গোমস্তাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার মফিজউদ্দিন,বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল,সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাইনুল মেম্বার, রহনপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার,
বিএনপি নেতা সেরাজুল ইসলাম, কালু মিয়া, তোফাজ্জুল হোসেন চারু,মিজান আলী, নাদিম মিয়া,আরমান আলী, মিজান আলী, কোরবান আলী,যুবনেতা জুয়েল আলী, হাসান আলী প্রমূখ।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
