শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ দেখার সুযোগ পেল বাংলাদেশী আত্মীয়রা

শিবগঞ্জ উপজেলা

স্টাফ রিপোর্টার:৫৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় ভারতীয় নাগরিক ফনি বেগম (৭৫) স্বামীঃ কসিমুদ্দিন, গ্রামঃ দুইছতরবিঘি, পোস্টঃ হাজিপাড়া, থানাঃ কালিয়াচক, জেলাঃ মালদা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই আতাউর রহমান (৬০), পিতাঃ মৃত ফলিমুদ্দিন, গ্রামঃ জমিনপুর, পোস্টঃ বিনোদপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ ও তার স্বজনরা লাশ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয় এবং অদ্য ৫ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। লাশ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত আত্মীয়কে দেখতে পেরে তারা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং মানবিক কাজে সব সময় সহানুভূতিশীল। বিজিবি সকল প্রকার মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদনে বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *