ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

জাতীয় ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান কে সামনে রেখে সারাদেশের মত ভোলাহাট উপজেলাতেও জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জামিল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বিএমডিএ ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন এলাকার খামারিরা। এসময় সফল খামারি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মনিরুরল ইসলাম। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে উপজেলা পরিষদ চত্বরে মোট ২৪ টি স্টল অংশগ্রহণ করে। এসময় প্রধান অতিথি বলেন, পশু জবাই করে বিক্রির পূর্বে সুস্থতার প্রত্যায়নপত্র গ্রহন করার পরামর্শ দেন সংশ্লিষ্টদের এবং উপজেলার বিভিন্ন সড়কের পাশে গবরসহ পশুর মলমূত্র ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় বন্ধের দাবি করেন। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *