স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনা আওতায় বিনামূল্যে পেঁয়াজের বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়ে। বৃহস্পতিবার বেলা দুইটায় এই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
উদ্বোধনী দিনে উপজেলার ৫০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও উপকরণ তুলে দেওয়া হয়। পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক ড. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ অন্যরা।
চলতি অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (২য় পর্যায়ের) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়।