ভোলাহাট ভূমি অফিসকে দালালমুক্ত করার ঘোষণা

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি অফিসকে দালালমুক্ত, স্বচ্ছ ও জনগণবান্ধব করার ঘোষণা দিয়েছেন উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। তিনি ১৬ অক্টোবর তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে যোগদান করেণ এবং জনগণের উদ্দেশে এক বার্তা প্রদান করেণ।

নিজের বার্তায় তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য একান্ত গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধ বা অন্য যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সবাই যেন নিজেই আবেদন করেন, কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে নয়। দালালের মাধ্যমে আবেদন করলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় এবং অপ্রয়োজনীয়ভাবে বেশি অর্থ ব্যয় হয়।

তিনি আরও বলেন, ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্ভয়ভাবে সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।

নতুন এসিল্যান্ডের এই আহ্বানে ভোলাহাটবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই  তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে ভোলাহাট উপজেলা ভূমি অফিস সত্যিকার অর্থে দালালমুক্ত ও জনবান্ধব অফিসে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *