স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৯ অক্টোবর) চাঁনশিকারী বিওপি ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের ফরেষ্ট ক্যানেলর পাশের ধান ক্ষেত থেকে ভারতীয় মদ উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৭/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের ফরেষ্ট ক্যানেল এর পার্শ্ববর্তী ধান ক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল বিজিবি পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে। আটককৃত মদ ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
