রহনপুর পৌরসভার অর্ধশত কোটি টাকার বাজেট ঘোষণা

অর্থনীতি গোমস্তাপুর উপজেলা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২০২৫  অর্থ বছরে ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

রবিবার (২৬ মে) বিকেল ৪টার দিকে রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকাসহ সমাপনি স্থিতি ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮৪ টাকা।  বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীনসহ  কাউন্সিলর,সংরক্ষিত আসনের  কাউন্সিলর ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মতিউর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *