স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের সৌজন্যে ডাইসিন গ্রুপের আয়োজনে পল্লীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (BNCU)বাস্তবায়নে ক্যান্সার সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ক্যান্সার সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
ইউনেস্কোর অংশগ্রহণ কর্মসূচীতে বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে ঘাটতিগুলি বোঝা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করা মহিলাদের মধ্যে কলঙ্ক এবং চ্যালেঞ্জগুলির উপর বিশেষ জোর দেয়া হয়। এসময় ইউনেস্কো অংশগ্রহণ কর্মসূচি ২০২৪-২৫ পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সাবিনা ইয়াসমিন,প্রতিষ্ঠাতা ও সভাপতি, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ এর সহ-পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ সহযোগী অধ্যাপক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব,একই কর্মসূচির সহকারী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা বিস্তারিত ক্যান্সার বিষয়ে উপস্থিতদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোসা: মোসফিকা কাওসারী লিসা ও সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রবসহ অন্যরা বক্তব্য রাখেন।
