নাচোলে নেসকো’র অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

নাচোল উপজেলা সারা দেশ

মোঃ মনিরুল ইসলাম, নাচোল:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দান ইলেকট্রসিটি সাপ্লাই কোম্পানি লিঃ(নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।

১৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে নাচোল ডেভলপমেন্ট সোসাইটির আয়োজনে মানববন্ধনে অনুষ্ঠিত হয়। নেসকোর অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও। বক্তাগণ অভিযোগে বলেন, মাত্র কয়েক মাস পূর্বে নেসকোর সাব-স্টেশনটি স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছেনা। সেইসাথে মিটার ভাড়া ও সার্ভিস চার্জ আদায় করছে নেসকো। বক্তাগণ আগামী এক সপ্তাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী ঘোষণা করেন। এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, এ স্টেশনটি পূর্নাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। লোকবল ৩ জনের স্থলে ১ জন আছে। আরও ২ জন হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *