গোমস্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলাহাট উপজেলা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর :”প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্নাঢ্য যুব র‍্যালি,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

দিবস উপলক্ষে মঙ্গলবার   তিনটায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এতে  সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ

 বক্তব্য রাখেন  উপজেলা মৎস্য কর্মকর্তা, সাজু চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা, আজিজুর রহমান, সমবায় কর্মকর্তা, সুলতান আলম খান, নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আওয়াল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদূদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রহনপুর মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিম প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *