নাচোল থেকে মনিরুল ইসলামের ঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স হল রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। পরে বেলা ১১টায় ২০২১-২২ নম্বর কেসের আওয়াতায় এলএ ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ। সাড়ে ১১টায় পরিষদ চত্বরে বৃক্ষ রোপন। পর্যায়ক্রমে গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় , মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, নাচোল ইউনিয়ন পরিষদ, উন্নয়ন প্রকল্প, নাচোল পৌরসভা এবং ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ।
এসময় সহকারী কমিশনার এক্সিকিউট ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, থানার ওসি মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
