স্টাফ রিপোর্টার: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরের আনন্দ পুকুরে মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
উদ্বোধন শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জয় কুমার সরকার। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, এসআই মো. আব্দুল বারী, সাংবাদিক মো. গোলাম কবির, এবং সফল মৎস্যচাষি মো. আমানুল্লাহ। সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
