নাচোলে বিএনপির আনন্দ মিছিল ও জামায়াতের গণসমাবেশ  

জাতীয় নাচোল উপজেলা রাজনীতি সারা দেশ

মোঃ মনিরুল ইসলাম নাচোলঃ “সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পৃথক ভাবে বিএনপি  গণসমাবেশ, আনন্দ র্্যলী, আলোচনা সভা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে (৫আগস্ট) মঙ্গলবার বিকেলে নাচোল ডিগ্রী কলেজ মাঠ থেকে দলের এক অংশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২আসনের (সাবেক) জাতীয় সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল,  সাধারণ সম্পাদক দুরুল হোদা,

কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা যুবদলের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন। এছাড়াও দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজ চত্বর থেকে একটি আনন্দ র্্যলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়ে শেষ হয়।

অন্যদিকে নাচোল উপজেলা ও পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ডাকবাংলো চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি গণমিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়ে, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর নাইবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান‌। এছাড়াও জামায়াতের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাচোল উপজেলা, পৌর বিএনপি ও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনের মধ্যে বাজার হাট চাতালে, ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা পতন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হকের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে, চাঁপাইনবাবগঞ্জ ২আসনেরএমপি মনোনয়ন প্রত্যাশী মাসুদা আফরোজ হক শুচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুসলেউদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এছাড়াও দলের অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নাচোল উপজেলা চত্বর থেকে নাচোল উপজেলা বিএনপির এক অংশের আয়োজনে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে একটি বিজয় মিছিল বের হয়ে ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, প্রচার সম্পাদক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরেকদিকে মহিলা ডিগ্রি কলেজ চত্বরে, নাচোল উপজেলা, পৌর বিএনপি ও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আরেক অংশের আয়োজনে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিজয় মিছিল নিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ এর সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন নাচোল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউপির (সাবেক) সদস্য ও আগামী ইউপি পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, নাচোল পরিষদের ইউপি আতাউর রহমান, সাফিউল। এছাড়াও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মনিরুল ইসলাম রানা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *