প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সারা দেশ ভোলাহাট উপজেলা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত ১৮ মার্চ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানবজমিন, দৈনিক চাঁপাইদর্পণসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “ভোলাহাটে শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল হক কালু।

প্রতিবাদে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার সাথে পূর্ব শত্রুতার জের ধরে বজরাটেক গ্রামের মোঃ আরফেজ আলী(বাশির), মোঃ সাজেদ আলী, সবু আলী মেম্বার, মোঃ সাহাজাহান আলীসহ কয়েকজন মিলে ব্যানারে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও বৃহত্তর বজরাটেকবাসির আয়োজনে মানববন্ধন করেন। এ মানববন্ধনে কোন অভিভাবক ও বজরাটেকবাসি অংশ গ্রহন করেননি। তাঁরা কিছু ছোট ছোট ছেলে নিয়ে স্কুল মাঠে দাঁড়ালে প্রতিষ্ঠানের শিক্ষা ও একজন সহকারি শিক্ষকের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদেরকে তাঁদের অবস্থান থেকে সরিয়ে দেয়।

তাঁরা আমার বিরুদ্ধে সেশন চার্জ, ভর্তি বাণিজ্য, নতুন পুরাতন বই বিক্রি, সার্টিফিকেট বাণিজ্য, শিক্ষকদের মাঝে গ্রুপিং করাসহ নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন। তাঁদের অযুক্তি দাবী দিয়ে করা মানববন্ধন সর্ম্পন্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তাঁদের এমন বক্তব্য আমার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে। উল্লেখিত দাবীর ব্যাপারে আমার মত সহকারি শিক্ষকের কোন কিছুই করার থাকে না। এটা করার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, এ সংঘবদ্ধ চক্রটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করে আমার মান ক্ষুন্ন করাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে সুনাম অর্জন করা এ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিথ্যা ঘটনা সাজিয়ে নামকাস্তে মানববন্ধন করে চক্রটি যে সংবাদ প্রকাশিত করেছ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

স্বাক্ষরিত: মোঃ রবিউল হক কালু সহকারী শিক্ষক, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *