জেলা প্রশাসকের শিক্ষা সহায়তা পেলেন রিকশা চালিয়ে জিপিএ -৫ পাওয়া রোমান আলী

শিক্ষা ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: অটোরিকশা চালিয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালিয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া রোমান আলীকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা সহায়তার চেক তুলে দিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

পত্রিকায় তার জীবনসংগ্রাম ও কৃতিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নজরে আসলে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক অবহিত করেন। মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক শিক্ষা খরচ বাবদ তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপজেলার মুশরীভূজা গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. নিয়ামত আলীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের রোমান আলী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। চার বছর বয়স থেকেই বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটনের মধ্যেও রোমান রিকশা চালিয়ে স্কুলে গেছেন এবং পড়ালেখা চালিয়ে গেছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানের পড়ালেখার জন্য আর্থিক ভাবে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *