স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মোসা: শাহানাজ খাতুনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলাহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি নেতা মো. খিজির হায়াত মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন , সাবেক ওয়ার্ড সভাপতি বাকিউর রহমান বারী, বিএনপির উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহিরুল ইসলাম, যুবদল নেতা মো. আজিম, ছাত্রদল নেতা মো. মাসুদ রানা, মোসা. বিউটি, মো. আব্দুল হাই, মো. আনোয়ার পারভেজ আদিত।
বক্তারা অভিযোগ করেন, একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা মামলায় মোসা: শাহানাজ খাতুনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৩ জুন উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকায় একটি পারিবারিক কলহের জেরে সাইবুর রহমান (৪৪) নামে এক ব্যক্তি তার স্ত্রী তাজকেরা খাতুনের নির্যাতনের শিকার হন। তাজকেরা খাতুন গরম ডাল স্বামীর শরীরে ঢেলে দেন। এতে সাইবুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। এই হত্যাচেষ্টা মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
