ভোলাহাটে ভিডব্লিউবি উপকারভোগীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) উপজেলার ৪টি ইউনিয়নে পৃথক পৃথক স্থানে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় মোট উপকারভোগীর বরাদ্দ নির্ধারিত হয়েছে ১ হাজার ৮১৭ জন। তবে এবার এই তালিকায় অত্মর্ভুক্তির জন্য আবেদন করেছেন মোট ৫ হাজার ৬৬৫ জন। ফলে যাচাই-বাছাই কার্যক্রমে যথেষ্ট স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পর্যায়ে এই যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যগণ, সরকারি কর্মকর্তারা।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ভিডব্লিউবি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমে যাতে প্রকৃত দরিদ্ররা উপকৃত হতে পারেন, সেজন্য কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, এই যাচাই-বাছাই কার্যক্রমের মূল লক্ষ্য প্রকৃত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে খুঁজে বের করে সরকারি সহায়তা নিশ্চিত করা। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপকারভোগীরাই সরকারের সহায়তা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *