ভোলাহাটে ৯৭০ জনের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

ভোলাহাট উপজেলা কৃষি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। এসময় প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমির শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির ও আরডিও মো. সবুজ আলী। এ সময় উপজেলার মোট ৯’শ ৭০ জন  প্রান্তিক  কৃষকের মাঝে এ সব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *