নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নাচোল উপজেলা

মোঃ মনিরুল ইসলাম নাচোল : “বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল -২ ও ৩ এর সাথে বারি তিল-৩ এর প্রয়োগিক মাঠ পরিক্ষা মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও নাচোল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় “বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামে এলাকার কৃষক কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. মোঃ আজাদুল হকের সভাপতিত্বে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা’র গবেষণা, প্রকল্পের পরিচালক এবং পিএসও  ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনা’র পিএসও এবং উপ-পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএম ওয়াহিদুজ্জামান, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।

উল্লেখ্য যে, উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামের কৃষক আব্দুল আলিম দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল (বিনা) তিল-২, বিনা সেচে অল্প খরচে ভালো ফলন পেয়েছেন। সেই উপলক্ষে এলাকার কৃষক কৃষাণিদের নিয়ে মাঠ দিবসের মাধ্যমে (বিনা)তিল জাতীয় ফসল এবং অন্যান্যে কম খরচে বেশি ফলনশীল ফসল চাষাবাদে উদ্ভাবিত করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *