ভোলাহাটে ভূমি মেলা উপলক্ষে ইউএনওর প্রেস কনফারেন্স

ভোলাহাট উপজেলা

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আয়োজিত ভূমি মেলা-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে ৫ টাই মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে। এর অংশ হিসেবে ভোলাহাট উপজেলাতেও একই ভূমি মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবাবুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ, বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন, এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। তিনি সবাইকে ভূমি মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণ এবং ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং-এ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *