ভোলাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১লা মে) বিকেল ৫ টায় র‌্যালীটি ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে শুরু হয়ে কলেজ মোড়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনার সভার মাধ্যমে শেষ হয়।

ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ। বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাও. শামসুজ্জামান আলকাশ, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভায় সঞ্চলনা করেণ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। বর্তমান সমাজে আমরা দেখছি, শ্রমিকরা নানাভাবে শোষণ ও বঞ্চনার শিকার। এই অন্যায় থেকে উত্তরণের জন্য আমাদের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দিকে অগ্রসর হতে হবে। এটি কেবল শ্রমিকদের অধিকার রক্ষা করবে না, বরং সমাজে ন্যায়বিচার, শান্তি ও অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি কেবল একটি বিকল্প নয়, বরং একটি অনিবার্য প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *