স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে হতদরিদ্র পরিবারের ৩০ বছর বয়সের সুমন আলী। দু’ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন। চিকিৎসক বলেছেন দুটি কিডনি নষ্ট হয়ে গেছে সুমনের। চিকিৎসা খরচ বহন করতে গিয়ে সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন জীবনের সর্বস্ব হারিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নং ওয়ার্ডে ১৬দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রী একটি কিডনি দিতে চাইলেও অর্থাভাবে দিতে পারছেন না। অন্ধকার জীবনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সুমন। সুমনকে বাঁচাতে সকল ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যে যা পারেন সুমনকে বাঁচাতে আপনার এক টাকাও তার জন্য কোটি টাকার সমান উপকার হবে । স্ত্রী ও এক সন্তান রয়েছে তাঁর।০১৭৬৮৯২৭৫৮৭ বিকাশ নাম্বারে যে যা পারেন অর্থ সহায়তা করে বাঁচার আকুতি জানিয়েছেন সুমন আলী।
