মোঃ মনিরুল ইসলাম, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১ কোটি, ৩৯ লক্ষ, ৮৯ হাজার, ০৭৫ টাকা ব্যয়ে ৩-তলা বিশিষ্ট ইলামিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম (জেসী)।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাসুগ্রামে এ নতুন বভনের শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধন শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মেসের আলী, সহকারী প্রকৌশলী শাহিনুল ইসলাম।
অন্যনোর মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিনাল কান্তি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আদিবাসী ফোরামের সভাপতি আজিজুর রহমান, ডাঃ ওমর ফারুক, জাহিদ রুবেল, এ্যাডঃ আনজুমানারা, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য তোজাম্মেল হক (পিন্টু)।
Post Views: 813