ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙ্গা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মেডিকেল মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা এ ম্যুরাল ভেঙে ফেলেন ৷ এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই’, ‘জ্বালো-জ্বালো, আগুন জ্বালো’,‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘জনে জনে খবর দে, মুজিব বাদের কবর দে’ ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাম জিন্দাবাদ’ ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তারা বলেন, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সব ভেঙে দেওয়া উচিত। যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিবাদী আচার-আচরণ করতে ভয় পায়।
