ভোলাহাটের পঞ্চনন্দপুরে হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও তাফসির মাহফিল অনুষ্ঠিত 

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের পঞ্চানন্দপুর গ্রামে হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে মাদ্রাসার পাশে আমবাগানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা বাদরুদ্দোজা । পাঠদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম। তিনি সঙ্গতকারণে উপস্থিত হতে পারেননি। প্রধান উপদেষ্টা ছিলেন, পৌরশা আরাবিয়া বড় মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আঃ রহিম শাহ্। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মোঃ আব্দুল হাই, সিনিয়র সহকারী জজ মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ আব্দুল হান্নানসহ এলাকার বিশিষ্ট জনেরা। এছাড়াও বক্তব্য রাখেন, আদাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোস্তাকিমসহ অন্যরা। এদিকে এদিন বাদ মাগরিব একই স্থানে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচকাবৃন্দ হিসেবে ছিলেন, জামিউল উলুম ওয়াল হিকাম মাদ্রাসা, ঢাকা ও পরিচালক, উচ্চতর হাদিস ও ফিকায় গবেষণা কেন্দ্র, ঢাকা মাওঃ মুফতি সিরাজুল ইসলাম হযরত আল-বাযযায়ী।রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ও রাষ্ট্রপতির পুরুস্কারপ্রাপ্ত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ও ক্বারী সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মুহাম্মাদ কাওসার হুসাইন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *