স্টাফ রিপোর্টার: ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবশেষে দীর্ঘদিনের জলাবদ্ধতার দূর্ভোগ থেকে স্বস্তির ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
অল্প বৃষ্টিতেই উপজেলার মেডিকেল মোড় হয়ে বজরাটেক গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার উপর জলবদ্ধতা হত। এসময় বৃহত্তর বজরাটেকের হাজার হাজার মানুষে পড়ে চরম দুর্ভোগে।
জলাবদ্ধতা সৃষ্টি হলে হাজার হাজার মানুষ চলাচল করতে চরম হিমসিম খেতে হয়। স্কুল কলেজ মাদ্রাসা রোগীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাস্তাটি ব্যবহার করতে পারে না। রিকশায় যাতায়াত করলে গুনতে হয় অতিরিক্ত টাকা। এদিকে রাস্তার পাশ দিয়ে কোটি টাকার ড্রেন নির্মান করলেও জলাবদ্ধতার কোন কাজে আসেনি। চল্লিশ দিন কর্মসূচির আওতায় এনে কিছু কাজ করলেও কোন সুফল পাওয়া যায়নি। এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে দূর্ভোগ থেকে মুক্তি পেতে যোগাযোগ করেও কাজ হয়নি।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন মোঃ মনিরুজ্জামান। তাঁর নজরে পড়ে জলাবদ্ধতায় জনদুর্ভোগের দৃশ্য। শুরুও করে দিয়েছেন কাজ। গত ১৫ জুলাই থেকে উপজেলার বজরাটেক থেকে ড্রেনটি মেডিকেল মোড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে বিলভাতিয়া চলে গেছে। ড্রেনটি সংস্কারে বুলডোজার নামিয়ে কাজ চলমান। ড্রেনটি সংস্কার হলেই জলাবদ্ধতা দূর হবে মনে করছেন এলাকাবাসী।
ভুক্তভোগী এলাকার জহুরুল ইসলাম জানান, ইউএনও স্যারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। পুরো ড্রেন পরিস্কার হওয়ার আগেই জলাবদ্ধতা দূর হতে শুরু করেছে। পুরোটা সংস্কার হলেই জলাবদ্ধতা সম্পন্ন দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মেডিকেলে মোড়ের একজন ব্যবসায়ী বলেন, একটু বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমত। দোকানে বসে থেকেও ক্রেতা আসত না। ইউএনও স্যারের উদ্যোগে ড্রেন পরিষ্কার শুরু হওয়ার পরই আমরা একটু স্বস্তি পাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,
ভোলাহাটে যোগদানের পর স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি আমার নজরে আসে। দেরি না করে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করি। আমি চাই জনগণ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং তাদের ন্যায্য নাগরিক সুবিধা পায়।
