নুর মোহাম্মদ,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামে ভোগদখলি জমি জোর করে ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পর গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেন মাসউদ রানা। গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে মৃত নুর বক্ত মন্ডলের ছেলে মাসউদ রানা বসতবাড়ি জমিতে গোয়ালঘর ভোগদখল করে আসছিল, পার্শ্ববর্তী ডালিম, কালিমুল্লাহ, আতাউর, মনিরুল, জুবায়ের, ধুলু,ভুলু,রমজান তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত শনিবার সকালে বসতবাড়ি জমি গোয়াল ঘর ভেঙে টিনের চালা ইট ছড়িয়ে ছিটিয়ে ফেলে আতাউর গং জোরপূর্বক দখল করে বেড়া দিয়ে ঘিরে ফেলে ।
ঘটনার পর মাসউদ গোমস্তাপুর থানায় গিয়ে খবর দেয় তখন থানার ডিউটি অফিসার এ,এস আই মামুন সহ-সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বাড়ি ভাঙচুরের সত্যতা পায় তাৎক্ষণিক আতাউর সহ তার ছেলে রবিউলকে পুলিশ বকাঝকা করে এবং কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলে। পরবর্তীতে মাসউদ থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপ পরিদর্শক এসআই শওকত জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ওপর দিকে আতাউর রহমান গং বলেন ইতিপূর্বে অনেক বিচার হয়েছে বিচারের রায় কমিটির নিদের্শে আমাদের জায়গা আমরা দখল নিয়েছি