রহনপুরে স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতে চুরি 

Uncategorized

স্টাফ রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তিনি  ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।মঙ্গলবার(২৬ নভেম্বর ) দিবাগত রাত আনুমানিক একটার দিকে রহনপুর পৌর এলাকার  খয়রাবাদ মহল্লায় রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে  অবস্থিত স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ কর্মকর্তার পিতা মোঃ রমজান আলী জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় তাঁর বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে চোর বাড়িতে প্রবেশ করে। এরপর  আলমারি ভেঙ্গে কাপড়-চোপড়, কাঁসার থালা-বাসন, দুটি এলইডিটিভি, আইপিএসের  ব্যাটারি সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা।এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর)গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে  তিনি  জানান।

 এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ খায়রুল বাশার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তারা ঘটনাস্থল  পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *