নুর মোহাম্মদ: ৫২ তম জাতীয় সমবায় দিবস। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিবসটি উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ” সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ”।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার রাইসুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতি লিঃ এর পক্ষে মনসুর আলী, ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে আসগার আলী প্রমূখ।