স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পৃথক পৃথক জায়গায় ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের আয়োজনে আদাতলা উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু ও বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চত্বরে চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মুঃ জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবুসহ অন্যরা।