স্টাফ রিপোর্টার: স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে সকল প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শনিবার (২৪ আগষ্ট) সকাল ১০টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মিলনয়াতনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মো. মাহবুব হাসান, মোহবুল্লাহ কলেজ উপাধ্যক্ষ তাহজ্জাক হোসেন, ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কোরবান আলী, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবির, অধ্যক্ষ মোঃ আজগর আলী, আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাব্বুল হোসেন, এ্যাকটিভ মডেল এ্যকাডেমির পরিচালক মো. মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক এঁর প্রতিনিধি রাসেল আহমেদ, ভোলাহাট উপজেলা ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজন আহমেদ, সেলিম রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সভায় ভোলাহাট উপজেলাকে সফলতায় এগিয়ে নিতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও ছাত্র বিপ্লবে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়। বক্তার বলেন, এক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছে। মন খুলে কাথা বলতে পারছে। এই মুক্তির পেছনে দেশের তরম্নণ সমাজ দ্বিধাহীন চিত্তে রক্ত ঢেলে দিয়েছে। জীবনকে মূল্যহীন করে দেশের জন্য লড়ছে। তাদের মূল্য আমরা দিতে পারবো না। তাদের রক্তের বিনিময়েই এমন দেশ প্রতিষ্ঠিত করতে হবে যেখানে প্রত্যেকের অধিকার স্বীকার করা হবে। যেখানে কোনো হাহাকার থাকবে না। শোষণ থাকবে না। দুর্নীতি, লুটপাটের অস্তিত্ব পাওয়া যাবে না।