স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ করা হয়। ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ ইউনিয়নে সরকারি ভাবে মোট ৫’শ ৩৫ জন শীতার্তদের কম্বল দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তাজাম্মুল হক আরাফাত, অনলাইন বরেন্দ্র নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।