ভোলাহাটে দেশীয়‌ অস্ত্রসহ ২ ডাকাত‌ গ্রেফতার

ভোলাহাট উপজেলা জাতীয় সারা দেশ

স্টাফ রিপোর্টার: ভোলাহাটে ডাকাতির প্রস্তুতিকালে দু’ডাকাতকে দেশীয় অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভোলাহাট কানসাট রাস্তার গোহালবাড়ী ইউনিয়নের  বিলভাতিয়া মৌজার পাকা রাস্তা সংলগ্ন  আলহাজ্ব রেজ্জাক আলীর আমবাগানের ভেতর  ডাকাতির প্রস্তুতি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমারের নেতৃত্বে এস আই মকবুল হোসেনপিপিএম, এস আই কামাল উদ্দিন, এস আই মাইনুল ইসলাম, এস আই স্বপনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় উপজেলার দূর্গাপুর কামারপাড়া‌ গ্রামের হবুর ছেলে মোঃ ইয়াকুব আলী (২৩) ও শিবগঞ্জ উপজেলার কর্মখালি গ্রামের এনামুলের ছেলে মোঃ সেলিম (২৩)কে ২টি হাসুয়া, ১টি লোহার রড, ২টি বাঁশের লাঠিসহ গ্রেপ্তার করা হয়।  এসময়  অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার বলেন, রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার আসামীদের বাড়ী হতে পূর্বের ছিনতাইকৃত ১টি Realmi টাচ মোবাইল ফোন, ১টি itel বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন ডাকাত গ্রেফতার ও মাদক অভিযান অব্যাহত থাকবে। এঘটনায় এস আই মকবুল হোসেন পিপিএম বাদি হয়ে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *