স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকল দশটার দিকে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়,অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক এক ধরণের বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য শুধু ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
