ভোলাহাটে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ২৮ ও ২৯ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‌হয় ।

রবিবার ২৮ এপ্রিল সকাল ১০ টায় ভোলাহাট  রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউটে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা মোহাঃ তোজাম্মেল হক, ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাজাহান মানিক, গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর‌ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মোঃ আবুল কালাম আজাদ।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোলাহাট উপজেলায় ২৮ ও ২৯ এপ্রিল দুই দিনব্যাপী প্রিজাইডিং অফিসার ৪৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬৮জন এবং পোলিং অফিসার ৫৩৭জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মোট ৩৮ টি ভোটকেন্দ্র ৮ মে ভোট গ্রহণে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।  উপজেলায় হালনাগাদ এবারে মোট ভোটার ৮৬ হাজার ২২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *