স্টাফ রিপোর্টার: দ্বিতীয়বার নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবল প্রতীকের মোসা:রেশমাতুল আরশ রেখা। আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে বিজয়ী করতে ছুটছেন গ্রামের পর গ্রাম। বিনয়ী ভদ্র নম্র সমাজসেবক শিক্ষিত জয়ীতা মহয়সী নারী মানবসেবার জন্য চান একটি জায়গা। সে জায়গাটি হচ্ছে ফুটবল প্রতীকে ভোট দিয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী করার।
রেখা গত ২০১৪ সালে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে বেশ সফলতার সাথে সুনামের সাথে ৫বছর মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি সেই ৫ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান। তিনি নির্বাচিত হতে পারলে পূর্বের ভুলক্রটি সংশোধন করে উপজেলার সকল শ্রেনি পেশার মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নির্বাচিত হতে পারলে উপজেলার অবহেলিত দরিদ্র অসহায় মানুষকে সাধ্যের মধ্য থেকে সেবা প্রদান করবেন। তিনি অসহায় বিধবা, তালাকপ্রাপ্ত, বয়স্ক নারীদের উন্নয়নে কাজ করবেন।
এছাড়াও স্বাস্থ্য সেবা বঞ্চিত, রিকশা -ভ্যান চালক, কৃষির উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধসহ উপজেলার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন। তিনি উপজেলার ৮৬ হাজার ২২৯জন ভোটারের কাছে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার প্রার্থনা করেছেন।
রেশমাতুল আরশ রেখা বলেন, আমি সকল ভোটারের কাছে তাঁদের মূল্যবান ভোট ফুটবল প্রতীকে দেয়ার প্রার্থনা করছি। তিনি ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।