ভোলাহাটে জামায়াতে ইসলামির ইফতার মাহফিল

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের জামায়াতে ইসলামী ৬ ও ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শক্রবার (২১ মার্চ) মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এ্যান্ড কলেজ মাঠে ইফতার মাহফিলে দলদলী ইউনিয়ন আমির মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ তাঁরা শরিয়তের আইনকে, কুরআনের আইনকে মানতে চায় না। কারণ হলো এই রাষ্ট্রে যদি কুরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে তাঁদের চুরি করা ডাকাতি করা বন্ধ হয়ে যাবে। আজকে লক্ষ লক্ষ ছাত্র-জনতা ধর্ষকের সর্বউচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মিছিল করছে। আমি ছাত্র-ছাত্রীদের বলি, ডের হাজার বছর পূবে ধর্ষণের শাস্তি কী হবে সেটা কুরআনে লিপিবদ্ধ করে রেখেছে। এই শরিয়তের আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, তাহলে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের জন্য আলাদা করে মিছিল করা লাগবে না। এ জন্য বাংলাদেশে সামনের দিনে শরিয়তের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

ওয়ার্ড সভাপতি মোঃ কাওসার আলীর সঞ্চলনায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, উপজেলা আমরি মাওলানা মো. শামসুজ্জামান আলকেশ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লোকমান আলী, দলদলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মেসবাউল হক মেসবা, ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *