শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে  ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার 

শিবগঞ্জ উপজেলা জাতীয় সারা দেশ

স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার বড় এক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৮ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির বিজিবির একটি চৌকষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৪’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বিজিবির ক্যাম্প কমান্ডার এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই এই অস্ত্রের চালানটি আনা হয়েছিল। বর্তমানে ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান,”অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সীমান্তে আমাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *