স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতুর কাছে কাভার্ড ভ্যানচাপায় পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪০) এবং কায়েজ আলী নামে সহকারী উপপুলিশ পরিদর্শক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায় এবং এএসআই কায়েজ আলীর গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে দুই পুলিশ সদস্যের অচেতন দেহ জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার স্থলেই মাথায় আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় দায়ী ওই কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রত পালিয়ে যাওয়ায় গাড়িটি জব্দ কিংবা চালককে আটক করতে পারেনি হাইওয়ে পুলিশ। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ওই কাভার্ড ভ্যানটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
