মোঃ এরশাদ আলী,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।এর আগে উপজেলা চত্বর থেকে র্যালী শুরু হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালী শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি । বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার পারভেজ, সাংবাদিক কল্যাণ তহিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ এবং আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। সভাশেষে চারজন জয়িতার হাতে পুরস্কার প্রদান করা হয়।
