নাচোলে তুহিনের  লিফলেট বিতরণ ও গণসংযোগ 

নাচোল উপজেলা রাজনীতি

নুর মোহাম্মদ: জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার বিকেলে থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  আব্দুস সালাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, আলীনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মনিরুল ইসলাম,  বিএনপি নেতা, আবু তাহের খোকন,দেলোয়ার হোসেন রুবেল, গাজিউল ইসলাম মিস্টু, দেলোয়ার হোসেন দুলাল, যুবনেতা মনিরুল ইসলাম মুনি,বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  আব্দুস সালাম তুহিন বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে নাচোলে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *