ব্যুরো প্রধান গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর হতে বাঙ্গাবাড়ি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
১২ নভেম্বর রবিবার বিকেলে রহনপুর লুৎফর ফিলিং স্টেশনের পাশে এ রাস্তার ফলোক উন্মোচন করা হয়।পরে প্রসাদপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রহনপুর
পৌর মেয়র মতিউর রহমান খান।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ: জিয়াউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশ সানজিদা আফরিন ঝিনুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল,
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু সহ, ছাত্রলীগের সংগঠনের নেতাকর্মীরা।