নাচোলে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

নাচোল উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সম্প্রতি ঘটা প্রবল ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে  জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখা। গত বৃহস্পতিবার  উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়-বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রবিবার (৪ মে) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন পৌর জামায়াতের আমীর এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মনিরুল ইসলাম। সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন, যুব বিভাগের সভাপতি মো. মাহিদুর রহমান, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মনিরুল ইসলাম, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় পৌর আমীর মনিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত আমরা সরকারকে এই দুর্যোগে আশানুরূপ তৎপরতা দেখাতে দেখিনি। তবে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়েই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে বদ্ধপরিকর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *