স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট, নেকজান বালিকা উচ্চ বিদ্যালায় ও গোহালবাড়ী দারুল উলুম ফাজিল মাদ্রাসা মোট ৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী ১ হাজার ৩০৯ জন। ১ম দিন পরীক্ষায় অংশগ্রহন করেন ১ হাজার ২৯৫ জন। মোট ছাত্র ৭৪৮ জন, ছাত্রী ৫৬১ জন। তার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪ জন।
ভোলাহাট রামেশ্বর পাইলট ইনন্টিটউট মোট পরীক্ষার্থী ৪৫৭ জন। ছাত্র ২১৬ ও ছাত্রী ২৪২ জন। অনুপস্থিত ৫ জন। একই কেন্দ্রে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ২২৬ জন। ছাত্র ১৮১ জন ও ছাত্রী ৬৫ জন, অনুপস্থিত ১ জন ছাত্রী। নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৪৭ জন। ছাত্র ১৭২ জন ও ছাত্রী ১৭৫ জন, অনুপস্থিত ছাত্র ১ জন, ছাত্রী ৫ জন, মোট ৬ জন। গোহালবাড়ী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ২৫৯ জন। ছাত্র ১৭৯ ও ছাত্রী ৮০ জন। অনুপস্থিত ছাত্র ৫ জন, ছাত্রী ১ জন, মোট ৬ জন।